Cyclone Yaas: ইয়াস আছড়ে পড়ার আগে সতর্ক প্রশাসন, কামারহাটিতে শুরু হয়েছে দুর্বল গাছ কাটার কাজ

Continues below advertisement

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বুধবার সন্ধায় তা পারাদ্বীপ ও সাগর দ্বীপের মধ্য়ে দিয়ে উপকূল অতিক্রম করবে। এমনটাই জানাল মৌসম ভবন। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় ৬ মিটার অর্থাৎ ২০ ফুট পর্যন্ত সামুদ্রিক জলচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। কাল থেকে শুরু হবে বৃষ্টি। প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

ইয়াস আছড়ে পড়ার আগে সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে ব্যারাকপুর এবং বসিরহাট মহকুমাকে গুরুত্ব দেওযা হয়েছে। এই এলাকাগুলিতে যাতে গাছ কাটা যায় তার আগাম ব্য়বস্থা নেওয়া হয়েছে। কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে দুর্বল গাছগুলিকে কাটার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram