DA Agitation : 'রাজ্য সরকার চায় মেলা- মোচ্ছব করতে', তীব্র আক্রমণে ডিএ আন্দোলনকারীরা
কেন্দ্র ফের DA বাড়ানোয় রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে হল ৩৬ শতাংশ। এর প্রেক্ষিতে বকেয়া DA-র দাবিতে আন্দোলন চালিয়ে যেতে অনড় রাজ্য সরকারি কর্মীরা। তবে এর আগে ৬ মার্চ, বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মুণ্ড কেটে নেওয়া হলেও, এই মুহূর্তে এর থেকে বেশি DA দিতে পারবে না রাজ্য সরকার। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, সিপিএমের আমলে সব DA বকেয়া ছিল। ৩৪ বছরে, সিপিএম মাত্র ৩৩ শতাংশ DA দিয়েছে। তৃণমূল জমানায় ৯৯ শতাংশ প্লাস ৬ শতাংশ DA অর্থাৎ ১০৫ শতাংশ DA দেওয়া হচ্ছে।