DA Agitation: দিল্লির দরবারে আন্দোলন, রাজধানীর যন্তর মন্তরে চলছে DA-ধর্না

Continues below advertisement

একদিকে, সুপ্রিম কোর্টে আজ DA-মামলার শুনানি, আরেক দিকে কলকাতা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে, রাজধানীর যন্তর মন্তরে চলছে DA-ধর্না। কেন্দ্রীয় সরকারের হারে বকেয়া DA-এ ছাড়াও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং স্বচ্ছভাবে
শূন্যপদে নিয়োগের দাবিতে সরব হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীরা জানিয়েছেন, এত কম সময়ে রাষ্ট্রপতি-সাক্ষাতের সময় পাওয়া সম্ভব নয়। তাই ই-মেল করে ডেপুটেশন দেওয়া হবে।আজ উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের কাছে ডেপুটেশন জমা দেওয়ার কথা রয়েছে DA-আন্দোলনকারীদের। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাইরে থাকায়, তাঁর মন্ত্রকেও ডেপুটেশন জমা দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কর্ণাটকে রয়েছেন, তবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের আজ যন্তর মন্তরের ধর্না-মঞ্চে আসার কথা রয়েছে বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে। 

অন্যদিকে, শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না-অবস্থান আজ ৭৫ দিনে পা দিল। এই ধর্না-অবস্থান সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেনা বাহিনী। শুক্রবার এই মামলার শুনানি রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram