DA issue: দিল্লির দরবারে ডিএ আন্দোলন, একাধিক কর্মসূচী সংগ্রামী যৌথ মঞ্চের

Continues below advertisement

দিল্লির দরবারে ডিএ আন্দোলন, যন্তরমন্তরে ধর্নায় সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনার (Sahid Minner) চত্বরে ডিএ-র দাবিতে অবস্থান সরিয়ে নেওয়ার আবেদন সেনার (Army )। হাইকোর্টে (Calcutta High Court) আবেদন সেনাবাহিনীর, শুক্রবার শুনানির আশ্বাস।'বিচারপতি মান্থার (Rajasekher Mantha) অনুমতিতে শহিদ মিনারে সেনার জায়গায় ধর্নায় বসেছিলেন সরকারি কর্মীরা'।'তাঁদের অবস্থানের সময়ও বেঁধে দেওয়া হয়েছিল'। 'কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও চলছে অবস্থান'। আদালতে দাবি সেনাবাহিনীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram