DA foot march: DA-আন্দোলনের শততম দিনে আন্দোলনকারীদের মিছিল
Continues below advertisement
DA-আন্দোলনের শততম দিনে আন্দোলনকারীদের মিছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা দিয়ে মিছিল
আদালতের অনুমতিতে হাজরা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হরিশ মুখার্জি রোড, ডি এন রোড রোড দিয়ে যাবে মিছিল
হাজরা মোড় পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে
যদিও এই মিছিল ঘিরে স্পষ্টতই দু’ভাগ ডিএ-শিবির
এর মধ্যেই শহিদ মিনারের ধর্নামঞ্চে চলছে প্রস্ততি
বেলা ১২টা নাগাদ ধর্নামঞ্চ থেকে রওনা দিয়ে হাজরা মোড়ে জড়ো হবেন আন্দোলনকারীরা
দুপুর ১টা নাগাদ সেখান থেকে শুরু হবে মিছিল
Continues below advertisement