DA Protest : DA বাধ্যতামূলক নয়, তাহলে কেন্দ্রীয় সরকারের থেকে DA বাবদ টাকা নিচ্ছেন কেন? : আন্দোলনকারী
Continues below advertisement
ABP Ananda Live: ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক, ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বামেদের জন্যেই এই সমস্যা, ওদের দেনা শোধ করতে করতে যেতে হচ্ছে'। '২০১৯ পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে মান্যতা দিয়ে ৯০% ডিএ দিয়েছি'। ধাপে ধাপে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি । 'ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর করতে গিয়ে ২ লক্ষ ৫২ হাজার কোটি খরচ'। মনে রাখুন ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক: মমতা বন্দ্যোপাধ্যায়। 'কারও আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারে গিয়ে কাজে যোগ দিন'। 'আমরা তো আটকাইনি, কেন্দ্র ৩-৪দিন ছুটি দেয়, আমরা ৪০-৪৫দিন দিই'। 'বাংলা একমাত্র রাজ্য, যে অবসরকালীন ভাতা দেয়'
Continues below advertisement