DA issue: কর্মবিরতিতে অংশ নিলে 'কর্মজীবনের একদিন ছেদ, শোকজ', কড়া সরকার

Continues below advertisement

কেন্দ্রের গ্র্যান্ট-ইন-এইড খাতে সরকারি কর্মীদের বেতনের টাকা আসে। সেই টাকা কোথায় যাচ্ছে? তবে কি বেআইনিভাবে গ্র্যান্ট-ইন-এইড খাতের টাকা অন্য খাতে খরচ করা হচ্ছে? মুখ্যমন্ত্রী টাকা নেই বলে দাবি করায়, প্রশ্ন তুললেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে তাঁদের ধর্না-অবস্থান এদিন ২৩ দিনে পড়েছে। ধর্না মঞ্চে আজ অসুস্থ হয়ে পড়ে আরও ১ আন্দোলনকারী। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ২০ ও ২১ ফেব্রুয়ারি, ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ২ দিনের কর্মবিরতিতে সমর্থন জানিয়েছে ১২ জুলাই কমিটি। ওই কমিটিতে বেশ কয়েকটি কেন্দ্রীয় সংগঠন রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের এই আন্দোলনে তারাও সহমর্মিতা জানিয়েছে।

 

বকেয়া ডিএ-র দাবিতে ২০, ২১ কর্মবিরতির ডাক, কড়া সরকার 
'২০, ২১ ফেব্রুয়ারি অফিসে আসতেই হবে সরকারি কর্মীদের'
'২০, ২১ কর্মবিরতিতে অংশ নিলে কর্মজীবন থেকে একদিন ছেদ'
'কর্মজীবনের একদিন ছেদ, মুখোমুখি হতে হবে শোকজের'
সোম, মঙ্গলবার অফিসে হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা সরকারের 
বিশেষ কারণ ছাড়া কর্মবিরতিতে অংশ নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি 
সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা অর্থ দফতরের 
বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের আজ ২৩ দিন
বাজেটে ৩% ডিএ ঘোষণার প্রতিবাদে কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram