DA Protest: আজ অভিষেকের সভার ১০০ মিটার দূরে DA-ধর্নামঞ্চ, কী বলছেন আন্দোলনকারীরা ?

Continues below advertisement

বকেয়া DA-আদায়ে (DA Agitation) আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে, শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা (Abhishek Banerjee Rally) রয়েছে। অশান্তি এড়াতে DA-মঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী, DA-মঞ্চের মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram