DA News: 'রাজ্য সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেকদিন আগেই', মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যর

ABP  Ananda Live: ৪ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ, জানালেন আইনজীবী বিকাশরঞ্জন। প্রথমে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ আদালতের। বিপুল টাকা, কোমর ভেঙে যাবে, আদালতে আপত্তি জানায় রাজ্য।

 

জনগনকে বলব সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে: সংগ্রামী যৌথমঞ্চ

এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে গেছে নাটক করতে। আবার কোর্টে গেলে হেরে যাবেন। জনগনকে বলব সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে। সাংবাদিক বৈঠকে মন্তব্য সংগ্রামী যৌথমঞ্চের।

 

রক্তাক্ত হয়েও মামলার মুখে

পুলিশের মারে রক্তাক্ত শিক্ষকরা। তাঁদের বিরুদ্ধেই মামলা রুজু করল পুলিশ। বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে বিক্ষোভ দেখানোয় সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশকে মারধরের ধারা যোগ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola