DA Protest: আপনারা ঠিক পথে আছেন, লড়াই করুন জিতবেন আপনারা জিততে বাধ্য', বার্তা বিকাশ রঞ্জনের

ABP Ananda LIVE:  নবান্নর (Nabanna) সামনে থেকে সরকারি কর্মচারীদের ডিএ-ধর্না (DA Protest) সরাতে রাজ্যের আবেদনে সাড়া দিল না হাইকোর্ট (High Court)। বড়দিনের উৎসবের কারণে ধর্নার সময়সীমা কমানোর নির্দেশ। আগামীকাল বিকাল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি পেল সংগ্রামী যৌথ মঞ্চ, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Division Bench)। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। 'ঠিক করে নিন আজকে একদিকে ন্যায় আর একদিকে অন্যায়, এই প্রাচীরের মুখোমুখি দাঁড়িয়ে কোনদিকে থাকবেন আর কোনদিকে লড়াই করবেন সেটা আমাদের সকলকেই ঠিক করতে হবে। আপনারা ঠিক পথে আছেন, লড়াই করুন জিতবেন আপনারা জিততে বাধ্য', বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য (bikash ranjan bhattacharya)

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola