DA Protest: ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের | ABP Ananda LIVE
DA Agitation: বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে ফের মহামিছিলের ডাক। ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। মুখ্যমন্ত্রী দেখা করে সমস্যার সমাধান না করলে অনশনের হুঁশিয়ারি। ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক। গত ডিসেম্বরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ DA ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । তবে তারপরও এই মুহূর্তে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের DA-র মধ্য়ে ফারাক রয়েছে ৩৬ শতাংশ। এই পরিস্থিতিতে, ৪ শতাংশ DA-র ঘোষণায় মোটেই খুশি নয় সংগ্রামী যৌথ মঞ্চ। তা তারা আগেই বুঝিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সমহারে DA না পাওয়া পর্যন্ত, আন্দোলনের পথ থেকে সরার প্রশ্নই নেই, ফের একবার স্পষ্ট করে দিলেন আন্দোলনাকারীরা। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছি। হাওড়া, শিয়ালদা স্টেশন, হাজরা থেকে ১২টা নাগাদ মিছিল শুরু হবে। শহিদ মিনার সভা হবে। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি এই সমস্যা সমাধানের জন্য। আমরা চাই উনি ওইদিন দেখা করে সমস্যার সমাধান করুন। যদি সেটা না হয়, তাহলে আমরা লাগাতার অনশন করব। ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দিচ্ছি। অচলাবস্থার জন্য দায়ী থাকবে প্রশাসন এবং সরকার।'' দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবি জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। শহিদ মিনার চত্বরে ধর্না-অবস্থান-বিক্ষোভ চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। এর আগে দুর্গাপুজোর (Durga Puja 2023) কার্নিভালের দিন শহিদ মিনার চত্বরে ডিএ-আন্দোলনকারীরা প্রতিবাদ (DA Protest) সংগঠিত করেন। দুর্গাপুজোর পর কার্নিভালের দিনই যজ্ঞ এবং তারপর স্বপ্নের শেষযাত্রা আখ্যা দিয়ে প্রতীকী প্রতিবাদ সংগঠিত করেন বিক্ষোভকারীরা। গত বছরের শেষে নবান্ন বাসস্ট্যান্ডে অবস্থানে বসেন আন্দোলনকারীরা। ABP Ananda LIVE