DA Protest: বকেয়া DA-র দাবিতে দিল্লিমুখী আন্দোলনকারীদের দ্বিতীয় দল, শহিদ মিনারেও চলবে ধর্না কর্মসূচি
DA Protest: বকেয়া DA-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employee) অবস্থান-বিক্ষোভের আজ ৭৩ দিন। দিল্লিমুখী (Delhi) আন্দোলনকারীদের দ্বিতীয় দল। আজ বিকেলে রাজধানী এক্সপ্রেস (Rajdhani express) ও দুরন্ত এক্সপ্রেসে চড়ে আরও ২৫০ জন আন্দোলনকারী দিল্লির উদ্দেশে রওনা দেবেন। পাশাপাশি, শহিদ মিনারেও (Sahid Minner)চলবে ধর্না কর্মসূচি। রাজ্য সরকারের সঙ্গে আমরা প্রথম থেকেই কথা বলতে আগ্রহী। হাইকোর্টের মুখ্যসচিব বা অর্থসচিবকে বৈঠকে বসতে বললেও, সরকারের তরফে এখনও কোনও বার্তা মেলেনি বলে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে।