Crime News: এবার হুগলির চণ্ডীতলায় সোনার দোকানে লুঠ! ABP Ananda Live

Continues below advertisement

রানিগঞ্জ, ডোমজুড়, বজবজে ডাকাতির পর এবার হুগলির (Hooghly News) চণ্ডীতলায় (Chanditala) সোনার দোকানে লুঠ। ক্রেতা সেজে দোকানে ঢুকে প্রায় আড়াই লক্ষ টাকার সোনার গয়না (Gold Dacoity) নিয়ে দুই দুষ্কৃতী চম্পট দেয় বলে অভিযোগ। স্বর্ণ ব্যবসায়ীর দাবি, গতকাল দুপুরে দোকান ফাঁকা থাকার সুযোগ নিয়ে গয়না কেনার অছিলায় ঢোকে দুই দুষ্কৃতী। গুলি করার হুমকি দিয়ে সোনাদানা, টাকাপয়সা নিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ। দোকানের CC ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। ব্যবসায়ীর দাবি, দুষ্কৃতীরা হিন্দিভাষী।  পুলিশের দাবি, লুঠের ঘটনায় এখনও পর্যন্ত ভিনরাজ্যের যোগ মেলেনি। এর আগে ডোমজুড়ে (Domjur News) ডাকাতি করে দুষ্কৃতীরা চণ্ডীতলার এই রাস্তা দিয়েই পালিয়েছিল। এখান থেকেই উদ্ধার হয় ডাকাতদের ব্যবহৃত মোটরবাইক। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram