Dakshineswar: রানি রাসমণির ২৩২ম আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দক্ষিণেশ্বরের নাট মন্দিরে

Continues below advertisement

ABP Ananda LIVE: রানি রাসমণির ২৩২ম আবির্ভাব দিবস উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে চারদিন ব্য়াপী শ্রদ্ধার্ঘ্য় অনুষ্ঠানের আয়োজন। রবিবার দক্ষিণেশ্বরের নাট মন্দিরে আয়োজন করা হল একাধিক বিশেষ অনুষ্ঠানের। রানি রাসমণির আর্বিভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দক্ষিণশ্বরে। রানি রাসমণির ২৩২ম আবির্ভাব দিবস উপলক্ষে, শনিবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে  শ্রদ্ধার্ঘ্য় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার দক্ষিণেশ্বরের নাট মন্দিরে আয়োজন করা হল রানি রাসমণি স্বারক সম্মান প্রদান অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন শিল্পী স্বাগতালক্ষ্মী, ইতিহাসবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।  পাশাপাশি, প্রকাশ করা হয় বিশেষ রুপোর মুদ্রা। 

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর নয় নয় করে কেটে গিয়েছে ৪৯ দিন। এখনও তিলোত্তমার বিচারের আশায় জ্বলছে মশাল, হাঁটছে মানুষ। পথে-ঘাটে, অলি-গলিতে কোথাও না কোথাও রোজ উঠছে স্লোগান।ভরা আশ্বিনে বাংলায় এবার পুজো এসেও যেন আসছে না। আর এই আবহেই, সোমবার ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। (RG Kar Case) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সোমবার ফের আর জি কর মামলার শুনানি রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ওই বেঞ্চই মামলার শুনানি করে। এর পর, ২৭ শে সেপ্টেম্বর হওয়ার কথা ছিল পরবর্তী শুনানি। কিন্তু রাজ্য সরকারের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে যায়। সোমবার ফের শুনানি হতে চলেছে। (Supreme Court)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram