Damodar: দামোদরে জাল ফেলতেই আতঙ্ক, উঠল ময়াল সাপ | Bangla News
দুর্গাপুরের রাতুড়িয়া গ্রামে দামোদরে মিলল ময়াল সাপ। আজ ভোরে মত্স্যজীবীদের জালে ধরা পড়ে। জালে জড়ানো সাপটিকে তুলে এনে স্থানীয় মন্দির চত্বরে রাখা হয়। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। বন দফতরের কর্মীরা সময়মতো আসেননি বলে গ্রামবাসীদের অভিযোগ। পরে ময়াল সাপটিকে নিয়ে গিয়ে কাঁকসার জঙ্গলে ছেড়ে দেন বন কর্মীরা
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Damodar River Damodar এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Fishing Snake News