Dana Landfall Update: ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু দানার। ABP Ananda Live

Dana News Update: ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু দানার, আগামী চার ঘন্টা চলবে এই প্রক্রিয়া। 'দানা'র প্রভাবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'র ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু। ভিতরকণিকা এবং দামরার মাঝে ল্যান্ডফল 'দানা'র। ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র, ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু দানার। কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ৬০ থেকে ৮০ কিমি। এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। সতর্ক প্রশাসন। বাবুঘাট, চাঁদপাল ঘাট থেকে সমস্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। গঙ্গার ঘাটে নজরদারি চালাচ্ছে পুলিশ। ফেরি পরিষেবা বন্ধ থাকায় কাজের দিন হওয়া সত্ত্বেও সমস্ত জেটি শুনশান। ঘূর্ণিঝড় ‘দানা’র সবথেকে বেশি প্রভাব পড়বে ওড়িশায়। ভদ্রক জেলার ধামারা ও কেন্দ্রাপাড়া জেলার ভিতরকণিকার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "২৪ ঘণ্টার হেল্পলাইন চালু আছে নবান্ন ও জেলায়। আজ রাতে সবাইকে বলা হয়েছে জেলায়, ব্লকে তারা নিজেদের অফিসিয়াল সিস্টেমের মেকানিজিম নজর রাখবে। কেউ কেউ বলছে সকাল ৯টা, সকাল ৬টা, ৭টা হতে পারে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। সবচেয়ে দামী হচ্ছে মানুষের জীবন। তাই জীবন রক্ষা করতে হবে। স্কুল এই কারণে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। নবান্নে আমি রাতে থাকব। ডিজাস্টার ম্যানেজেমন্ট রাতে থাকবে। ABP Ananda live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola