Dana News: কবে কমবে 'দানা'র প্রকোপ? কী বলছে আবহাওয়া দফতর? ABP Ananda live

Continues below advertisement

Dana Update: দানার জেরে চরমে দুর্ভোগ। জল-যন্ত্রণা কলকাতাতেও। কবে কাটবে দুর্যোগ? কী বলছে আবহাওয়া দফতর? দানার জেরে চরম ক্ষয়ক্ষতি নন্দীগ্রাম, খেজুরিতে। টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ অংশ। ল্যান্ডফলের পরই দানার দৌরাত্ম্য ওড়িশায়। ১২০ কিমি বেগে আছড়ে পড়ল ধামারার কাছে।  উপড়ে গেল গাছ। উড়ল টিনের চাল। সঙ্গে প্রবল বৃষ্টি।  স্থলভাগে ঢুকেই শক্তি হারাল দানা। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। দিঘা থেকে সাগর, উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসে ভাসল গঙ্গাসাগরের কপিলমুুণির আশ্রম। ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভাসছে দক্ষিণবঙ্গে। সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতায়। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। দিনভর দুর্যোগ। কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।  লাগাতার বৃষ্টিতে কলকাতায় জল-যন্ত্রণা। ঠনঠনিয়া, বউবাজার, মৌলালি থেকে ময়দান। রাস্তা যেন নদী। হাঁটুজল কৈখালি থেকে বেহালায়। চরম দুর্ভোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram