Siliguri Water Crisis: মহানন্দার জলে দূষণ, শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার, জলের দোকানে লম্বা লাইন
Continues below advertisement
শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার। জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন পড়ছে। বেশি টাকা দিয়েও খাবার জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মহানন্দার জলই সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। অভিযোগ, সেই জল দূষিত হয়ে পড়েছে এবং জল পান করে বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান না করার জন্য গতকাল নির্দেশ দেয় শিলিগুড়ি পুুরসভা। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়েছে। প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন শিলিগুড়ি পুর-এলাকার বাসিন্দারা। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement