Governor : এবিপি আনন্দের খবরের জের, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বাসন্তীতে নিহত তৃণমূল কর্মীর মেয়ের

Continues below advertisement

এবিপি আনন্দের খবরের জেরে দুপুর তিনটেয় রাজ্যপাল ও বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সাক্ষাৎ। ক্যানিংয়ে সেচ দফতরের বাংলোয় রাজ্যপালের সঙ্গে বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সাক্ষাৎ। প্রথমে বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার আগেই ফেরেন রাজ্যপাল। বাসন্তীতে খুন যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা, বাড়িতে আসার পথে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যপাল। বাড়িতে আসার সময় কিছু দূর থেকেই ফেরেন রাজ্যপাল। 'রাজ্যপাল বাড়িতেই আসছিলেন, প্রশাসন বিভ্রান্ত করে রাজ্যপালকে ফিরিয়েছেন', অভিযোগ মৃতের মেয়ের। 'রাজ্যপাল এলে অভিযোগ জানাতে পারতাম, সত্য বেরিয়ে আসত', দাবি তৃণমূল প্রার্থী মানোয়ারা পিয়াদার। 'সেই কারণেই রাজ্যপালকে ফিরিয়েছে প্রশাসন', দাবি তৃণমূল প্রার্থীর
'রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাই, সিবিআই তদন্তে অনড়। যে দল আমার বাবাকে খুন করেছে, সেই তৃণমূল কংগ্রেস আর করতে চাই না', দাবি কাঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মানোয়ারা পিয়াদার। গতরাতেই বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। 'কোথায় বাড়ি জানানোই হয়নি প্রশাসনের তরফে', দাবি রাজভবন সূত্রে

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram