Lottery Scam: কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ!এবার সামনে এল লটারি-কেলেঙ্কারি !

Continues below advertisement

ABP Ananda Live: লটারির মাধ্যমে কালো টাকা সাদা ? কলকাতায় মিলল টাকার পাহাড় ! লেক মার্কেটের আবাসনে ED-র ম্যারাথন অভিযান চলছে । ৩ কোটি টাকার হদিশ মিলেছে ! চেন্নাইয়ের মামলার সূত্র ধরে কলকাতায় ED-র ম্যারাথন অভিযান শুরু হয়। একযোগে কলকাতা-চেন্নাইয়ে ২০ জায়গায় তল্লাশি চলছে, প্রায় ৮ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে ! ধৃত লটারি কিংকে জেরা করে লেক মার্কেটে লটারির অফিসে অভিযান চালানো হয়। কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় অভিযান।

এখনও পর্যন্ত ৩ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে খবর। কিন্তু, তা গোনার কাজ এখনও চলছে। সেই কাজ শেষ হলে তখনই জানা যাবে মোট টাকার পরিমাণ। সংশ্লিষ্ট সংস্থার অফিসে বেশ কিছু নথি পাওযা গিয়েছে। ডিজিটাল প্রমাণও সংগ্রহ করছেন ইডি আধিকারিকরা। 

গতকাল সকালেই লেক মার্কেটের এই আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা। কার্যত ২ দিন হয়ে গেল। ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। এরপর আজ প্রচুর পরিমাণ এই টাকা উদ্ধার করা হয়। ২টি টাকা গোনার মেশিন আনা হয়েছে।

কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ!এবার সামনে এল লটারি-কেলেঙ্কারি ! লটারির মাধ্য়মে বিপুল অঙ্কের কালো টাকা সাদা হয়েছে, এই অভিযোগের তদন্তে নেমেছে ইডি। সেই অপারেশনেই, ম্য়ারাথন তল্লাশিতে ৩ কোটিরও বেশি নগদের হদিশ মিলেছে বলে ED সূত্রে দাবি ! আর তার সঙ্গেই ফের উঠে এসেছে সেই প্রভাবশালী-যোগের তথ্য়!

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram