Debangshu Bhattacharya: বনধ করা আর বনধের নামে গুন্ডামি করা এক জিনিস নয়: দেবাংশু | TMC | ABP Ananda
ABP Ananda LIVE : বনধ করা আর বনধের নামে গুন্ডামি করা এক জিনিস নয়: দেবাংশু । কেরালার বামফ্রন্ট সরকার যেখানে বামফ্রন্টের ডাকা বনধকে সমর্থন করেনা সেখানে পশ্চিমবঙ্গ সরকার কীভাবে মানবে, বললেন দেবাংশু।
রিজেন্ট পার্কে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। CC ক্যামেরায় ধরা পড়েছে মারধরের ছবি। গ্যাস কাটার দিয়ে বাড়ির দরজা কেটে ভিতরে ঢুকে বাসিন্দাদের মারধরের অভিযোগ। সিভিকের কাজ করেন, পুলিশ কিছু করবে না, এই বলে মারধরের অভিযোগ। 'বাবাকে ৩ বছর আগে মারা হয়েছিল, মায়ের কষ্ট সহ্য করতে না পেরে আইন হাতে তুলে নিয়েছেন', দাবি সিভিক ভলান্টিয়ারের। নির্দিষ্ট ধারায় FIR দায়ের করে তদন্ত শুরু, জানিয়েছে পুলিশ।
নিউ আলিপুরে তোলার টাকা না পেয়ে পুলিশের বিরুদ্ধে ৩০-৩৫টি ট্রাক ভাঙচুর করার অভিযোগ উঠল। প্রতিবাদে নিউ আলিপুরে পথ অবরোধ করেন ট্রাক মালিক ও চালকরা। অভিযোগ, তোলা না পেয়ে পার্ক করা পণ্যবাহী ট্রাকগুলিতে ভাঙচুর চালায় নিউ আলিপুর থানার পুলিশ। সার দিয়ে দাঁড় করানো কাচ ভাঙা ট্রাক। অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি, ট্রাকগুলির টায়ার পাংচার করে দেয় পুলিশ। পুলিশের দাবি, কোনওমতেই রাস্তা অবরোধ করা যাবে না। অভিযোগ থাকলে পুলিশের কাছে জানাতে হবে। অভিযোগ খতিয়ে দেখে দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।