
Debangshu Bhattacharya: নেই লালের ছোঁয়া, সিপিএমের প্রোফাইলে নীল-সাদা! কটাক্ষ দেবাংশুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লাল থেকে এবার আকাশি নীলে সিপিএম! সোশাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে! নেই লালের ছোঁয়া, সিপিএমের প্রোফাইলে নীল-সাদা! ২০ এপ্রিল ব্রিগেড চলোর ডাক দিয়ে সিপিএমের পোস্ট । সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে নীল রঙের পোস্ট! । নীল সাদায় মিশে গেল সিপিএম, মহাশূন্যে ভাসমান' । সিপিএমের সোশাল মিডিয়ার DP নিয়ে কটাক্ষ দেবাংশুর
আরও খবর...
নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা । নজিরবিহীনভাবে ফুটেজ-সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট । হাইকোর্টের রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড । সুপ্রিম কোর্টের কাছে ফুটেজ-সহ রিপোর্ট পেশ দিল্লি হাইকোর্টের । দিল্লি হাইকোর্টের রিপোর্টে বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ফুটেজ । বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার দিনের ফুটেজ । তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট । বিচারপতি বর্মাকে আপাতত কোনও বিচারের কাজে না রাখার নির্দেশ । 'বাংলোর আউটহাউসের স্টোর রুমে কোনও টাকা রাখা হয়নি' ।