Nabanna Abhijan: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে আক্রান্ত,চিকিৎসার জন্য ভিন রাজ্যে পুলিশকর্মী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানে (Nabanna Abhijan) আক্রান্ত কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার বিভাগের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে নিয়ে ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল। এদিন সকালে হায়দরাবাদের এল ভি প্রসাদ হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হল।

আরও খবর...

আর জি কর প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য নিয়ে নালিশ। আইএমএ-কে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার। এবিপি আনন্দ-র 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে করা তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে অভিযোগ । 'কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য রুচিবিরুদ্ধ, অসম্মানজনক ও নিন্দনীয়। এই মন্তব্য মহিলা চিকিৎসকদের যোগ্যতা, কঠিন পরিশ্রম ও তাঁদের পেশার দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়া উচিত কাকলির। আইএমএ থেকে বহিষ্কার করা হোক কাকলি ঘোষ দস্তিদারকে', আইএমএ সভাপতিকে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার।

আর জি কর মেডিক্য়াল কাণ্ডের ঘটনায় সুবিচারের দাবিতে রাজ্য়-জুড়ে চলছে প্রতিবাদ। শনিবার সেই একই দাবিতে পথে নামলেন বিভিন্ন স্কুলের প্রাক্তনী, শিক্ষক, শিক্ষিকারা। অন্য়দিকে প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন প্রতিবাদীরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram