Debra BJP Worker Murder: হাইকোর্টের নির্দেশের পরেও হল না ডেবরার মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত! কেন?

Continues below advertisement

ABP Ananda Live: হাইকোর্টের (High Court) নির্দেশের পরেও আজ হল না ডেবরার (Debra) মৃত বিজেপি কর্মীর ময়নাতদন্ত। 'সঠিক সময়ে নথি জমা দিতে না পারায় হল না ময়নাতদন্ত'। কাল ময়নাতদন্ত হতে পারে মৃত বিজেপি কর্মী সঞ্জয় বেরার: সূত্র। অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। জেলের সঙ্গে থানার সব সিসি ফুটেজ সংরক্ষণেরও গতকাল নির্দেশ দেয় হাইকোর্ট। পুলিশের মারেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃত বিজেপি কর্মীর পরিবারের। যদিও পুলিশের দাবি, পড়ে আঘাত পেয়ে মৃত্যু হয় সঞ্জয়ের। মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে ডেবরার তৃণমূল বিধায়ক।

অন্য়দিকে, ভূপতিনগরে ভোট-পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। শুভেন্দু অধিকারীর অভিযোগের পরই খুনের মামলা রুজু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram