Babri Masjid : 'বাবরি' নিয়ে এক হুমায়ুনের পাশে আরেক হুমায়ুন! মুখ খুললেন ডেবরার তৃণমূল বিধায়ক

Continues below advertisement

ABP Ananda LIVE : হুমায়ুন সাপোর্টস হুমায়ুন! মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ'-এর শিলান্যাসের আবহে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনাপুরের ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন IPS অফসার আরেক হুমায়ুন কবীর। বললেন, "আবেগ একটা তৈরি হয়েছে। এটা আমি বুঝতে পারছি। যাঁরা ধর্মপ্রাণ মুসলিম তারা মসজিদের ব্যাপারে খুব স্পর্শকাতর। ৩৩ বছর আগে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, এটা কেউ ভোলেনি। যেই শুনেছে বাবরি মসজিদ নাম, সেই সবাই ঝাপিয়ে পড়েছে ওর মধ্যে যে, আমিও তার অংশ হতে চাই।"ডেবরার তৃণমুল বিধায়ক জানিয়েছেন, নেম সেক-এর কারণে তাঁকে ফোন করেও মানুষ টাকা পাঠাতে চাইছেন। বলছেন, "আপনি QR কোড দিন, UPI নম্বর দিন। টাকা ট্রান্সফার করব। আমিও সামিল হতে চাই।" এখন প্রশ্ন একটাই, ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের কাছে থাকা সংখ্যালঘু ভোট ব্যাঙ্কেও আঘাত আসবে?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola