Suvendu Adhikari: শুভেন্দুর মুসলমান বিধায়কদের ছুড়ে ফেলার পাল্টা,' ঠ্যাং' ভেঙে দেওয়ার হুঁশিয়ারি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শুভেন্দুর মুসুলমান বিধায়কদের ছুড়ে ফেলার পাল্টা,' ঠ্যাং' ভেঙে দেওয়ার হুঁশিয়ারি । বিরোধী দলনেতাকে নিশানা দেগঙ্গার তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীর । দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী । দলের নেতার বক্তব্যের পাশে দাঁড়িয়েছেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক শেখ রবিউল ইসলাম
শহরে ফের ভেঙে পড়ল বহুতল বাড়ির একাংশ। আহত ১। এবার দুর্ঘটনা মুক্তারামবাবু স্ট্রিটে। ইতিমধ্যেই দমকলের আধিকারিকরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘড়ির কাঁটায় তখন ৩ টে বেজে ৪৫ মিনিট। ওই বহুতলে তখন পুনর্নিমাণের কাজ হচ্ছিল। বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে এক কর্মী আহত হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অপেক্ষার প্রহর গোনা শুরু। ঘরে ফিরছেন ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামরা
অপেক্ষার প্রহর গোনা শুরু। ঘরে ফিরছেন ৯ মাস ধরে মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামরা। তাঁদের ফেরাতে আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রু টেন মহাকাশযান। ফ্যালকন নাইন রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। নতুন মহাকাশযানে রয়েছেন চারজন নভশ্চর। ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে ফ্যালকন নাইন রকেট স্পেস স্টেশনে পৌঁছেছে। ক্রু টেন স্পেসশিপ । সফলভাবে জুড়েও গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে। দরজা খুলতে একঘণ্টা সময় লেগেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন
সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোররা। গত বছরের জুনে মহাকাশে পাড়ি দেন সুনীতা এবং বুচ। ৮ দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁরা আটকে পড়েন।