WB News: দিল্লি-বিস্ফোরণকাণ্ডের পর দেশজুড় সতর্কতা। শিয়ালদা ও হাওড়া স্টেশনে বম্ব স্কোয়াড়ে মক ড্রিল
ABP Ananda Live: দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর দেশজুড়ে সতর্কতা জারি। শিয়ালদা ও হাওড়া স্টেশনে মক ড্রিল। শিয়ালদা বম্ব স্কোয়াডের মক ড্রিল। রয়েছে রেল পুলিশ ও কলকাতা পুলিশও।
দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর দেশজুড়ে সতর্কতা, হাই অ্যালার্ট জারি শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে, বম্ব স্কোয়াডের মক ড্রিল
দিল্লির লালকেল্লার কাছে হাইপ্রোফাইল জোনে ভয়ঙ্কর বিস্ফোরণ! তদন্ত যত এগোচ্ছে ততই পোক্ত হচ্ছে রাজধানীর বুকে সন্ত্রাসের সূত্র। তার মধ্যেই আবার বাজেয়াপ্ত বিস্ফোরক ফেটে কার্যত ভস্মীভূত হয়ে গেছে জম্মু ও কাশ্মীরের নওগাম থানা। এই প্রেক্ষাপটে দেশজুড়ে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে।
দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে যাত্রীদের ব্যাগ থেকে স্টেশনমুখী গাড়িগুলিতে। সন্দেহজনক কিছু মনে হলেই চলছে জিজ্ঞাসাবাদও। শিয়ালদার মতোই প্রতিদিন হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করেন অসংথ্য মানুষ। ভিনরাজ্য থেকে এরাজ্যে ঢোকার অন্যতম গেটওয়ে এটি। দিল্লির বিস্ফোরণের পর টালমাটাল পরিস্থিতি হাওড়া স্টেশন চত্বরেও চলছে নাকা তল্লাশি। RPF-এর পাশাপাশি নজরদারি করা হচ্ছে বম্ব স্কোয়াডের তরফেও।
রেলমন্ত্রকের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, আপাতত হাওড়া ও শিয়ালদা ২ স্টেশনে RFF কর্মীদের কাজের সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে।পাশাপাশি গুরুত্বপূর্ণ সব স্টেশনেই সিসি ক্যামেরার নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে বলে রেলসূত্রে খবর।