Delhi News: দিল্লির পর এবার বাংলা দখলের হুঙ্কার বিজেপির। ABP Ananda Live
Delhi Election: দিল্লির পর এবার বাংলা দখলের হুঙ্কার বিজেপির। '২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার হবেই'। আত্মবিশ্বাসী বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। 'দেশের ২১ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে'।২০২৬-সালে বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার, দাবি ধর্মেন্দ্রর।
নারকেলডাঙার ঝুপড়িতে ভয়াবহ আগুন, দমকল দেরিতে আসায় ক্ষোভ
নারকেলডাঙার ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছ এক ব্যক্তির। মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। বয়স ৫০ বছর। তিনি উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন নারকেলডাঙার খাল পাড়ের এই বস্তিতে। মৃতের বোন জানিয়েছেন, শনিবার রাতে দরজা বন্ধ করে ঘুমিয়েছিলেন তিনি। তারপর আগুন লাগায় সেখানেই সব শেষ হয়ে গিয়েছে। প্রথমে তাঁরা হাবিবুল্লাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে ঘরের মধ্যে শায়িত অবস্থায় পাওয়া যায় তাঁকে। শনিবার রাত ১০টা নাগাদ নারকেলডাঙা খাল পাড়ের ঝুপড়িতে আগুন লাগে। একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পিক আপ ভ্যানে। স্থানীয়দের দাবি, ঝুপড়ির পাশে একাধিক গুদাম রয়েছে। সেখান থেকেই আগুন ছড়ায়। দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও মাথার ওপর ছাদ হারিয়েছে বহু পরিবার। ভোরের আলো ফুটতেই ছাইয়ের গাদায় শেষ সম্বল হাতড়ে বেড়াচ্ছেন ঝুপড়ির বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুনের গ্রাসে চলে যায় একের পর এক ঝুপড়ি। দমকলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।