Anubrata Mondal: কোটি কোটি টাকার উৎস কী? অনুব্রতকে আসানসোল জেলে গিয়ে জেরা ইডি-র
Continues below advertisement
গরুপাচার মামলায় এই প্রথমবার অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে গিয়ে জেরা করবেন দিল্লির অফিসাররা। ইডি সূত্রে খবর, গতকাল রাতেই দিল্লি থেকে কলকাতায় পৌঁছন তিন তদন্তকারী অফিসার। আজ সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁদের আসানসোল জেলে যাওয়ার কথা। ইডি সূত্রে খবর, অনুব্রতর জন্য ৪ পাতার প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে। বিপুল সম্পত্তি, টাকার লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ কোটি কোটি টাকা জমা পড়া এবং টাকার উত্স সম্পর্কে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কাছে জানতে চাওয়া হবে। ইডি সূত্রে দাবি, টাকা ও সম্পত্তি সংক্রান্ত বিষয় অনুব্রত জানেন বলে জিজ্ঞাসাবাদে জানান তাঁর মেয়ে। সেই কারণেই তৃণমূল নেতাকে জেরা। ইডি সূত্রে খবর, অনুব্রত অসহযোগিতা করলে, আদালতে সেই তথ্য জানিয়ে নিজেদের হেফাজতে চেয়ে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার আবেদন জানাবে তারা।
Continues below advertisement
Tags :
Anubrata Mondal Bangla News Bangla News Live Cattle Smuggling Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Cbi ABP Ananda Bengali News Anubrata Mondal Arrested Cow Smuggling Enforcement Directorate