Delhi Police: স্মোককাণ্ডে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা দিল্লি পুলিশের। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: সংসদে স্মোক-হামলার তদন্তে চাঞ্চল্যকর মোড়। নজর ঘোরাতে আগে সংসদের সামনে বিক্ষোভ প্রদর্শন হামলাকারীদের, অনুমান পুলিশের। তারপরেই সংসদের ভিতরে স্মোক-হামলা। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন। দুপুর ১টা নাগাদ সংসদের ভিতরে ছোড়া হয় স্মোক বম্ব । কার বা কাদের নির্দেশে সংসদে হামলা? জানতে স্মোককাণ্ডে ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা দিল্লি পুলিশের। রাজস্থান থেকে মিলল পুড়িয়ে ফেলা মোবাইল ফোনের অবশিষ্ট। রাজস্থানের হোটেলে ছিলেন মাস্টারমাইন্ড ললিত ঝা। ধৃত মহেশ কুমাওয়াতই ললিত ঝাকে রাজস্থানের হোটেলে থাকতে সাহায্য করেছিলেন, দাবি পুলিশের। 'সংসদের বাইরে গায়ে আগুন লাগানোর পরিকল্পনাও ছিল, পরে তা বাতিল হয়'। স্মোককাণ্ডে ধৃত সাগর শর্মাকে জেরায় মিলেছে বিস্ফোরক তথ্য, দাবি পুলিশের। ABP Ananda Live
Continues below advertisement
Tags :
Delhi Police Parliament Winter Session Lok Sabha Security Breach Live Security Breach In Lok Sabha Indian Parliament Security Parliament Security Parliament Security Security Breach