Dengue fiver: ডেঙ্গির মোকাবিলায় নতুন উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের

বর্ষা শুরু হতেই শহরে দাপট দেখাতে শুরু করেছে  ডেঙ্গি 

ডেঙ্গির মোকাবিলায় নতুন উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের

ডেঙ্গির চিকিৎসায় প্লেটলেট  ঘাটতি ঠেকাতে প্লেটলেট ট্রান্সফিউশন গাইডলাইন জারি 
 
গাইডলাইন অনুসারে প্লেটলেট কাউন্ট ১০ হাজার এর নীচে গেলে তবেই তাকে প্লেটলেট দেওয়া যাবে 

প্লেটলেট কাউন্ট ১০ - ২০ হাজার এর মধ্যে থাকলে, রক্তপাত হলে তবে  প্লেটলেট দেওয়া হবে 

প্লেটলেট এর প্রয়োজন থাকলে প্রেসক্রিপশনে কোন গ্রুপের প্লেটলেট  উল্লেখ করতে হবে

রাজ্যের ২৭ টি জেলা এবং স্বাস্থ্য জেলাতেই প্লেটলেট সরবরাহের ব্যবস্থা থাকছে

 ৫৭ টি সরকারি ব্লাড ব্যাংক থেকে প্লেটলেট সরবরাহের ব্যবস্থা রাখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর 


উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক কে রাজ্যের তরফে দেওয়া হিসাব অনুযায়ী, বাংলায়  ৬৭ হাজার ২৭১ জন ডেঙ্গি আক্রান্ত হন। সরকারি মতে মৃতের সংখ্যা ছিল গত বছর ৩০ জন। যদিও বেসরকারি মতে সংখ্যাটা শতাধিক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola