Dengue Increase: বর্ষা আসতেই বেড়েছে রাজ্যে ডেঙ্গির প্রকোপ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : একদিকে বর্ষা, অন্যদিকে, বঙ্গোপসাগরে ফের তৈরি হওয়া নিম্নচাপ। জোড়া ফলায়, বৃষ্টি-বিপর্যস্ত বাংলা।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জলে জেলায় জেলায় ফুলে উঠছে একের পর এক নদ-নদী, তারই মধ্যে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১৭ জুলাই পর্যন্ত, রাজ্যে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার জন। যার মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৭৬ জন। যদিও এরই মধ্য়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের উঠেছে, ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ। কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের National Centre for Vector Borne Diseases Control বা NCVBDC-র ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে-২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গি সংক্রান্ত তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ।