Recruitment Scam: এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট নিয়ে তদন্ত শুরু করল ED | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট নিয়ে তদন্ত শুরু করল ED । এর আগে OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিক কৌশিক মাজি ও পার্থ সেনকে গ্রেফতার করে CBI । গতকাল প্রেসিডেন্সি জেলে ২ জনকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ED-র আধিকারিকরা সূত্রের খবর, মূলত টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হয় । কে এই সংস্থাকে বরাত দিয়েছিল, কত টাকার লেনদেন হয়েছিল, এসবই জানতে চান ED-র আধিকারিকরা, খবর সূত্রের
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্তের রহস্যমৃত্যুতে নতুন মোড়। প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় দায়ের হল এফআইআর। বহরমপুর থানায় লিখিত অভিযোগ জমা করেন অনির্বাণ দত্তের প্রাক্তন স্ত্রী শর্মি চট্টোপাধ্য়ায়। মৃত্যু নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।২৫ জুন বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এলাকায় বর্তমান শ্বশুরবাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় চিকিৎসক অনির্বাণ দত্তের।
গার্ডেনরিচের সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশনের পরেই দেখতে পাচ্ছেন না বেশ কয়েকজন রোগী। কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইন্সটিটিউট অফ অফথালমোলজি-তে করা হল ফের অস্ত্রোপচার। সংক্রমণের জেরে বিপত্তির কারণে অনির্দিষ্টকালের জন্য গার্ডেনরিচ হাসপাতালে বন্ধ করা হল চোখের অপারেশন থিয়েটার।