Dengue News : খাস কলকাতায় ফের প্রাণ কাড়ল ডেঙ্গি | মনিপাল হাসপাতালে মৃত্যু এক বৃদ্ধের

ABP Ananda LIVE: খাস কলকাতায় ফের প্রাণ কাড়ল ডেঙ্গি। মনিপাল হাসপাতালে মৃত্যু সানি পার্কের বৃদ্ধ স্বরূপ মুখোপাধ্যায়ের। ৬ অগাস্ট হাসপাতালে ভর্তি, ৯ অগাস্ট মৃত্যু। ডেঙ্গি শক সিনড্রোমে মৃত্যু, উল্লেখ ডেথ সার্টিফিকেটে। মৃতের একাধিক কো-মর্বিডিটি ছিল, খবর হাসপাতাল সূত্রে। মৃত্যুর পরই সানি পার্কে তৎপরতা পুরকর্মীদের।

 

Basirhat News: খুনের বদলায় পাল্টা খুনের চেষ্টা? বসিরহাটে ফের চলল গুলি

গুলির পাল্টা গুলি? খুনের বদলায় পাল্টা খুনের চেষ্টা? তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বসিরহাটে ফের চলল গুলি। দাদার বদলা নিতেই কী বসিরহাটে শ্যুটআউট? দাদার খুনের ২ মাসের মধ্যেই ভাইয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। বসিরহাটের ঘুনা গ্রামে শ্যুটআউট
মইদুল নামে এক ব্যক্তির বাড়িতে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। জাকির গাজির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। বসিরহাট থানায় অভিযোগ দায়ের জাকির গাজির বিরুদ্ধে। জুন মাসে বসিরহাটে চায়ের দোকানে খুন হয় তৃণমূল কর্মী আনোয়ার গাজি। আনোয়ার খুনে আগেই গ্রেফতার ৭ জন, এখনও অধরা ২ জন। গুলি করে কুপিয়ে খুন করা হয় আনোয়ার গাজিকে। কী কারণে চলল গুলি, খতিয়ে দেখছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola