Dengue Update: পুজো মিটতেই ডেঙ্গির দাপট, সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত মুর্শিদাবাদে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: পুজো মিটতেই ডেঙ্গির দাপট মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণায় । গত ৩০ অক্টোবর পর্যন্ত  রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১৭ হাজার ৬৩ জন । সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত মুর্শিদাবাদে, আক্রান্তর সংখ্যা ৪ হাজার ৩২১ জন । ২ নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা, আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯৬৩ জন । ডেঙ্গি আক্রান্তর বিচারে ৩ নম্বরে রয়েছে মালদা, আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯০৪ জন । তালিকার ৭ নম্বরে কলকাতা, এখানে আক্রান্ত ৮৩১ জন গতবারের তুলনায় আক্রান্তর সংখ্যা কম হলেও, চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার পরিসংখ্যান । ২ জেলাতেই চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ১ হাজার ১০০-র বেশি । এই হারে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় এর আগে ডেঙ্গি সংক্রমণ বাড়েনি

আরও খবর..

সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ বেড়ে হল ১৮ নভেম্বর। এই ২ জন প্রসঙ্গে গতকাল শিয়ালদা আদালতে সিবিআই জানিয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে মানে এই নয় যে তদন্ত শেষ হয়েছে। ২ জনকেই জেল হেফাজতে রাখা হোক। ডিজিটাল এভিডেন্স থেকে জানা যাচ্ছে অভিজিৎ মণ্ডলকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ। তাও FIR করতে দেরি হয়েছে। এর পিছনে কী রহস্য আছে জানার চেষ্টা চলছে। ২ জনকে এখনই ক্লিনচিট দেওয়া হচ্ছে না। দেখা হচ্ছে ষড়যন্ত্রে তাঁরা আছেন কি না। নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীর তরফে কেন দেরি করে এফআইআর দায়ের করা হল, সেই প্রশ্ন আদালতে তোলা হয়। চার্জশিটে সন্দীপ ঘোষের নামই তো নেই, দাবি তাঁর আইনজীবীর। সন্দীপ ঘোষের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন অভিজিৎ মণ্ডল। কীভাবে বলা হচ্ছে তিনি ষড়যন্ত্রে যুক্ত, প্রশ্ন টালা থানার তৎকালীন ওসির আইনজীবীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola