Dengue : বাড়ছে ডেঙ্গি, সঙ্গে বাড়ছে প্লেটলেটের আকাল, শহরের একাধিক ব্লাড ব্যাঙ্কে সঙ্কট
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পার! ভয়ঙ্কর এই ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল। কলকাতার একাধিক ব্লাড ব্যাঙ্কে প্লেটলেটের ভাঁড়ার শূন্য। দুর্ভোগের শিকার হচ্ছেন অন্য রোগে আক্রান্ত রোগীর পরিজনরাও।
Tags :
West Bengal Dengue Bangla News Bangla News Live Kolkata Howrah ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Crisis Of Platelet