Dengue Update: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আসছে শীতকাল। তা সত্ত্বেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৩ হাজার। এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা।

আরও খবর..

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের  রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।হোটেলের ঘরের দরজা ভেঙে অধ্যাপকের দেহ উদ্ধার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, ২ বন্ধুদের সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। গতকালই ফেরার কথা ছিল। ফেরার সময় হোটেলে মৃত্যু হয় তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন,' খবর পেয়েছি, দুঃখজনক ঘটনা।' উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে, ফিরে না আসার বহু ঘটনাই ঘটেছে। কিন্তু সেগুলি অধিকাংশই দুর্ঘটনা। কখনও বাস পড়ে গিয়ে, কখনও ট্রেকিং করতে গিয়ে, মানুষ আর ফেরেনি। কিন্তু এক্ষেত্রে ঠিক কী কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram