Train Cancel: ভুবনেশ্বর স্টেশনের কাছে রেল ইয়ার্ডে লাইনচ্যুত মালগাড়ি। ট্রেন চলাচল ব্যাহত। Bangla News
ভুবনেশ্বর স্টেশনের কাছে রেল ইয়ার্ডে লাইনচ্যুত মালগাড়ি। ট্রেন চলাচল ব্যাহত। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ভুবনেশ্বর স্টেশনের রেল ইয়ার্ডে লাইনচ্যুত হয় মালগাড়ির ৫টি বগি। কটক থেকে ভায়া ভুবনেশ্বর বিশাখাপত্তনমে যাচ্ছিল মালগাড়িটি। এর জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে হীরকখণ্ড এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। অন্যদিকে, ছত্তীসগঢ়ের দোঙ্গারগড়ে লাইনচ্যুত হয় নাগপুরগামী শিবনাথ এক্সপ্রেস। ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Tags :
Bangla News Bangla News Live Train Cancel Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Bhubaneswar Station