BJP: ধর্মতলায় বিজেপির সভা রুখতে মরিয়া, ডিভিশন বেঞ্চে রাজ্য। ABP Ananda Live
ধর্মতলায় বিজেপির সভা রুখতে মরিয়া রাজ্য। ২৯ নভেম্বরের প্রস্তাবিত সভায় থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সভার বিরোধিতায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার। সভার অনুমতি দিচ্ছে না পুলিশ, অভিযোগে হাইকোর্টে মামলা বিজেপির। বিধিনিষেধ আরোপ করে সভার অনুমতি দিতে বলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বুধবারের মধ্যে রাজ্যকে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেন বিচারপতি।
Tags :
Meeting Bangla News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital Calcutta High Court ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel