Dev: 'প্রজাপতি' নিয়ে তৃণমূলের অন্দরেই সংঘাত, কুণালকে কী জবাব দেবের ?
নন্দনে 'ব্রাত্য' মিঠুন-দেবের 'প্রজাপতি', তৃণমূলের অন্দরেই সংঘাত। প্রজাপতি নিয়ে সাংসদের সঙ্গে সংঘাতে তৃণমূলেরই রাজ্য সাধারণ সম্পাদক। মিঠুনের জন্যেই সিনেমা ফ্লপ, তাই প্রচারে আসার চেষ্টা, কটাক্ষ কুণালের। সিনেমাটা আমার-মিঠুনদার উপরেই ছেড়ে দিন, কুণালকে জবাব দেবের। 'সব অভিনেতাই যদি সবকিছু বোঝেন, তাতে সিনেমা ফ্লপ হয় কেন? দেব যে সমস্যায় পড়েছেন, তাতে ওর মনের কথা বলা সম্ভব নয়', নন্দনে প্রজাপতি শো না পাওয়া নিয়ে দেবকে কটাক্ষ কুণাল ঘোষের।
Tags :
Kunal Ghosh Nandan ABP Ananda ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Bangla News Abp Ananda Live Projapoti Mithun Chakrabortydev