Dev Diwali 2024: বাবুঘাটে চলছে দেব দীপাবলি, হল গঙ্গা আরতি

Continues below advertisement

ABP Ananda Live: বাবুঘাটে চলছে দেব দীপাবলি। বারাণসীর ধাঁচে বাবুঘাটে হল দেব দীপাবলি। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত হয় এই দেব দীপাবলি। প্রতিবছর কার্তিক মাসে কার্তিক পূর্ণিমার দিন আয়োজিত হয় এই দেব দীপাবলি। দেব দীপাবলি উপলক্ষে হল গঙ্গা আরতি। গঙ্গা আরতি দেখতে ভিড় জমান বহু মানুষ। দেব দীপাবলি উদযাপনের মধ্য দিয়ে সেজে উঠেছে বাবুঘাট। 

 

শীত কবে আসবে ? হেমন্তের হিমেল হাওয়া গায়ে মেখে এখন শীতের অপেক্ষায় বাংলা। কালীপুজোর পরও শহরে তেমন ঠান্ডার রেশ ছিল না। হবে কার্তিকের শেষে তাপমাত্রা নামল কুড়িতে। কয়েকদিনের মধ্যে আরও কিছুটা তাপমাত্রা কমার আশায় বাংলা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত এই তাপমাত্রা কমতে থাকবে ধীরে ধীরে। ডিসেম্বরের মাঝামাঝি থেকেই কলকাতায় জাঁকিয়ে শীত পড়তে পারে।  কত নামবে পারদ আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানালেন, বঙ্গে শুষ্ক আবহাওয়ার শুরু হয়ে গিয়েছে। চামড়ায় টান লাগছে।  গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে রাতের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই ১৪ এর ঘরে নেমেছে পারদ । আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে। আগামী সপ্তাহের শুরুতে ১৮ -তে নামতে পারে কলকাতার তাপমাত্রা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram