Dev: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার, দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ঘাটালে ধুন্ধুমার। দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতি। শিশুমেলার আয়োজন নিয়ে মিটিংয়ে তুলকালাম। দেবের সামনেই ধুন্ধুমার
আরও খবর..
হাড়োয়ায় উপনির্বাচনে জেতার পর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী বিমল দাসের বাগানের গাছ কেটে, জমিতে জল দেওয়ার যন্ত্র ভেঙে দেওয়ার অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাগানে ঢুকে ২০-২৫টি গাছ কেটে, কৃষি সরঞ্জাম ভেঙে দেওয়া হয়ে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি প্রার্থীর।
ঘাটালে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে কড়া দলের শীর্ষ নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বর তরফে চাওয়া হল রিপোর্ট, খবর সূত্রের। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত ও জেলার মন্ত্রী মানস ভুঁইয়ার কাছে রিপোর্ট তলব। ইতিমধ্যেই ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি রিপোর্ট পাঠিয়েছেন, খবর সূত্রের। রিপোর্ট পাঠাচ্ছেন মানস ভুঁইয়া। শাস্তির মুখে শঙ্কর দলুই? রিপোর্ট খতিয়ে দেখার পরেই দল ব্যবস্থা নেবে, খবর সূত্রের। যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন, জানানো হয়েছে দলের তরফে, খবর সূত্রের।