Dev Adhikari: ‘এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা, আমার সম্পর্কে বেশি জানেন’, পাল্টা জানালেন দেব
ঘাটালে গিয়ে হিরণকে জবাব তৃণমূল সাংসদ দেবের। ‘দেব এমন কিছু করেনি, যে মাথা নিচু করে থাকতে হবে। হিরণ আমার ভাল বন্ধু, ওকে কিছু বলার নেই। হিরণকে জবাব দেওয়ার কিছু নেই। হয়ত রাজনৈতিক ভাবে আবেগপ্রবণ হয়ে হিরণ কিছু বলেছেন। আমি ব্যস্ত থাকি, এটা তো সত্যি কথা। এবার সিবিআইয়ের উচিত হিরণকে ডাকা। ও হয়ত আমার সম্পর্কে বেশি জানেন’, গরুপাচারের টাকায় ছবি বানানোর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দেবের।
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ) Politics ABP Ananda Bengali News Hiraan