Dev: হঠাৎ ৩টি সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ, শুরু জল্পনা
জল্পনা বাড়িয়ে হঠাৎ ৩টি কমিটি থেকে দেবের পদত্যাগ। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা। ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ইস্তফা। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদও ছাড়লেন দেব।কেন হঠাৎ ৩টি সরকারি কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদের পদত্যাগ? এখনও পর্যন্ত ৩টি কমিটি থেকে ইস্তফা নিয়ে মেলেনি দেবের প্রতিক্রিয়া। দেবের পাঠানো ৩টি পদত্যাগ এসেছে, জানানো হল জেলা শাসকের দফতর সূত্রে ।
Tags :
Dev Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Entertainment Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS