Dev Tree Plantation: মানুষের সমর্থন পেয়ে এবার কথা রাখার পালা, ঘাটালে দেবের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু | ABP Ananda LIVE
মানুষের রায়ে নির্বাচিত হয়েছেন, তাই এবার প্রতিশ্রুতি রাখার পালা। রবিবার ঘাটালে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করলেন তৃণমূল সাংসদ দেব।
ঘাটালে এদিন দেবকে বলতে শোনা যায়, 'আমি বলেছিলাম যতগুলো ভোট পাব আমি ততগুলো গাছ লাগাব। আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সবুজ ঘাটাল, সেটা আজ থেকে শুরু হল।' মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেব ঘোষণা করেছিলেন, যত ভোট পাবেন, ততগুলো গাছ লাগাবেন ঘাটাল লোকসভার সাতটি বিধানসভা এলাকায়। ভোটের ফল প্রকাশের আগেই নার্সারিতে চারাগাছ কেনার বরাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন ঘাটালর তৃণমূল নেতারা।
ফল প্রকাশের পর দেখা যায়, ঘাটালের জয়ী তৃণমূল প্রার্থীর প্রাপ্ত মোট ভোটের পরিমাণ ৮ লক্ষ ৪১ হাজার ১৯৫টি। বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮।
তিনি বলেন, 'প্রথমে আমি বলেছিলাম আমি যত ভোট পাব তত গাছ লাগাব, এখন ভাবলাম তৃণমূল, বিজেপি, সিপিএম এবং অন্যান্যদের প্রাপ্ত মোট ভোটের পরিমাণ অনুযায়ী গাছ লাগানো হবে ঘাটালে। শুধু নোটাতে পড়া ভোটের সংখ্যা বাদ।'
রবিবার নিজের লোকসভা কেন্দ্রে গাছ লাগানো শুরু করে দেব। সবংয়ের দেভোগ গ্রামের উচিতপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মাঠ থেকে কর্মসূচি শুরু হয়।
তৃণমূল সাংসদ দেবের কথায়, 'আমার মনে হয়, ভারতবর্ষের একমাত্র সাংসদ, যে উদ্যোগটা নিয়েছে, ভারতবর্ষের ৭০-৭৫ বছরের ইসিহাসের মধ্যে, যে প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে। এই উদ্যোগটা আমাক মনে হয়না ভারবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে। এই উদ্যোগটা যদি ৩০ বা ৪০ শতাংশ জন প্রতিনিধি নেয় আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগে।'
ডেবড়া, খড়গপুর, কেশপুর, ঘাটাল, পাশকুড়া, দাসপুরে ১০ হাজারের বেশি গাছ লাগানো হয়েছে রবিবার।