Dev Loksabha Felicitation: করোনাকালে কাজের স্বীকৃতি, CBI তলবের আবহেই দেবকে সংবর্ধনা লোকসভা অধ্যক্ষের | Bangla News

তিনি তারকা। তিনি সাংসদ। কিন্তু অধরা নন। এমনটাই মনে করে ঘাটালের (Ghatal) মানুষ। বন্যা হোক, ঘূর্ণিঝড় হোক, কিংবা কোভিডের বিপদ। সঙ্কটকালে সবসময় পাশে পাওয়া যায় তাঁকে। তিনি দেব (Dev)। দীপক অধিকারী। অভিনেতা দেব। করোনাকালে দেব  ডেবরার এমপি অফিসকে কোভিড রিলিফ সেন্টারে রূপান্তরিত করেছিলেন। ব্যবস্থা করা হয়েছিল কোভিড আক্রান্তদের চিকিৎসার। সেখানে বেস কিছু বেডের ব্যবস্থা করা হয়, চিকিৎসা হয় নিয়ম মেনে। এছাড়াও বিভিন্ন সময় কারও অপারেশনের ব্যবস্থা করতে বা চিকিৎসার খরচ জোগাতে এগিয়ে এসেছিলেন তিনি। করোনাকালে নিজের কেন্দ্রের মানুষদের জন্য অনেক কিছু করেছিলেন তিনি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পরিযায়ী শ্রমিকদের দিকেও।  ওষুধ, অক্সিজেন, অক্সিমিটার, সবকিছুর ব্যবস্থা করেছে তাঁর টিম। সবার অসুবিধের কথা সাংসদের কানে পৌঁছে দিয়েছে টিম-দেব। কোভিড আক্রান্ত ও তাঁদের পরিবারের জন্য দেব তাঁর কলকাতার রেস্টুরেন্ট থেকে খাবার পৌঁছে দিয়েছেন। দেব আর্থিকভাবে পিছিয়ে পড়াদের নিজ উদ্যোগে খাবার পৌঁছে দেন। এবার সেই কাজেরই স্বীকৃতি পেলেন দেব। করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাংসদ দেবকে সংবর্ধনা দিলেন স্পিকার ওম বিড়লা। সেই জন্য ট্যুইট করে লোকসভার অধ্যক্ষকে ধন্যবাদও জানান তৃণমূল সাংসদ। তিনি লেখেন, "এই সম্মান আজ পেয়েছি। এই স্বীকৃতি ও সম্মানের জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার । আমি শুধু সাংসদ হিসেবেই নয়, সবার আগে একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আমার সহকর্মী, সংসদের সদস্যদের ধন্যবাদ জানাই যাঁরা এই প্রয়োজনের সময়ে আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছেন।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola