Hiran Chatterjee: দুর্নীতি ইস্য়ুতে হিরণের নিশানায় দেব-নুসরত-সায়নী | ABP Ananda LIVE
দুর্নীতি ইস্য়ুতে হিরণের নিশানায় দেব-নুসরত-সায়নী । 'তৃণমূলে যোগ দেওয়ার পর চোর ও দুর্নীতির ভ্যাকসিন দেয়' । 'দীপক অধিকারী থেকে নুসরত জাহান, সায়নী ঘোষ' । 'তৃণমূলে যোগ দেওয়ার পরই অ্যাকশন শুরু হয়ে যায়, চোর হয়ে যায়' । 'তৃণমূলের সঙ্গে যাওয়া মানে অসৎ সঙ্গে সর্বনাশ হবে' । আক্রমণে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় । এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি দেব, নুসরত, সায়নীর । 'কবে অভিনেতা হলেন, কবে রাজনীতিক, এটাই তো বড় প্রশ্ন' । হিরণের অভিযোগের কোনও গুরুত্ব নেই, পাল্টা দাবি তৃণমূলের