Dhanbad : ধানবাদে বেসরকারি স্বর্ণ ঋণপ্রদানকারী সংস্থার অফিসে চড়াও ডাকাতদল, চলল গুলি। Bangla News
ধানবাদে বেসরকারি স্বর্ণ ঋণপ্রদানকারী সংস্থার অফিসে চড়াও ডাকাতদল। খবর পেয়ে আসে ব্যাঙ্ক রোড থানার পুলিশ। এলাকা ঘিরে ফেলে পুলিশ। ৫ দুষ্কৃতী ভিতর থেকে গুলি চালাতে শুরু করে। পুলিশের দিকে লক্ষ্য করে গুলি, পুলিশের পাল্টা গুলি। গুলিতে ১ দুষ্কৃতী মারা গিয়েছে, ধরা পড়েছে ২ জন, ২ জন ফেরার। আশেপাশেই দুষ্কৃতীরা লুকিয়ে আছে বলে সন্দেহ পুলিশের, এলাকায় চলছে তল্লাশি।
Tags :
Dhanbad Dacoity ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews WestBengal