Dhantala: নদিয়ার ধানতলায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, গ্রেফতার ৩। Bangla News
হাঁসখালির পর এবার ধানতলা (Dhantala)। ফের নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ। ঘটনায় গ্রেফতার মৃতের জামাইবাবু, পিসি ও আরেক আত্মীয়। দ্বিতীয়বার ময়নাতদন্তের আবেদন মৃতের পরিবারের। নির্যাতিতার পরিবার সূত্রে খবর, গত ১১ এপ্রিল চড়ক পুজো উপলক্ষে পিসতুতো দিদির বাড়িতে আসে নবম শ্রেণির ওই ছাত্রী। বুধবার পরিবারের সদস্যরা ফিরে গেলেও নাবালিকা দিদির বাড়িতেই থেকে যায়। অভিযোগ, চড়ক পুজোর দিন নাবালিকার মুখে মদের গন্ধ পেয়ে চড় মারেন পিসি। তালা আটকে ঘরবন্দি করে রেখে দেন নাবালিকাকে। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকেই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাবালিকার পরিবার প্রথমে তিন আত্মীয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে। পরে ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, খুন ও পকসো আইনেও মামলা রুজু হয়।
Tags :
Nadia ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Dhantala Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ নদিয়া Dhantala Rape Case