Dharmendra Pradhan: 'পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শিক্ষিত হওয়া উচিত ছিল! রাজ্য ও বাংলা সভ্যতার অপমান', মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের
গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর ডাকা বৈঠকে অধিকাংশ রেজিস্ট্রার যাননি। তাৎপর্যপূর্ণভাবে সেই রেজিস্ট্রারদেরও গতকাল দেখা যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু কটাক্ষের সুরে সোশাল মিডিয়ায় লিখেছেন, মিস্টার বন্ড ,নাকি স্বপনকুমারের দীপক চট্টোপাধ্য়ায়? নিযুক্ত, সরকারি সাহায্য়প্রাপ্ত বিশ্ববিদ্য়ালয়ের ৫ জন ক্রীতদাস উপাচার্য বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আশা করি মাননীয় আদালত দেখছে! স্বৈরাচার! বাংলার উচ্চশিক্ষা ধ্বংস হচ্ছে! সব মিলিয়ে অস্থায়ী উপাচার্য ইস্য়ুতে সংঘাতের আঁচ আরও বা়ড়বে বলেই মনে করছে শিক্ষামহল।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News